ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

গ্যাস-পানি, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ২ মার্চ ২০২২

পানি, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখা।

এতে বক্তরা বলেন, দেশের মানুষ সীমাহীন আর্থিক দূরাবস্থায় আছেন। কারোনা মহামারিতে অনেক মানুষ কাজ হারিয়েছেন, আয় কমেছে অনেকে পরিবারের। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এর মধ্যে নতুন করে পানি-গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। 

সকল পণ্যের দাম না কমালে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তরা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি