ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা, নার্স গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৩:৪০, ৬ মার্চ ২০২২

নাটোরে চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা চালানোর সন্ধান পেয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ শিখা খাতুন (৪০) নামে ম্যানেজার কাম নার্সকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনী।

শনিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন শৃংখলা বাহিনী অভিযান চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় কোন চিকিৎসককে পাওয়া যায়নি।

গ্রেফতারকৃত নার্স শিখা খাতুন রাজশাহীর রাজপাড়া থানার ভাটপাড়া এলাকার আব্দুর রহমান প্রামণিকের মেয়ে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে শহরের চকরামপুর এলাকার নাটোর জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় তৃতীয় তলার একটি কক্ষ (ডিউটি রুম) থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৯১ পিস ইয়াবা উদ্বার করা হয়। নার্স শিখা খাতুন ওই কক্ষে রাতে থাকতেন বলে জানান তিনি৷ 

ওই হাসপাতালে ম্যানেজার কাম নার্স হিসেবে কর্মরত ছিলেন শিখা খাতুন। তিনি হাসপাতালে থেকেই ইয়াবা বিক্রি করে আসছিলেন।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে আর কেউ জড়িত কিনা তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি