ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নারী পোশাক শ্রমিককে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ৭ মার্চ ২০২২

গাজীপুরের ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় এক নারী পোশাক কর্মীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। 

রোববার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মমতাজ খাতুন মিতা স্থানীয় ভোগড়া এলাকায় জিমেনজেসি নীট কারখানায় কোয়ালিটি পদে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মাস খানেক আগে ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে জিমেনজেসি নীট নামের কারখানায় কাজ করতেন মিতা। রোববার দুপুরে ওই বাসায় আসেন নিহতের স্বামী রফিকুল ইসলাম। স্বামী চলে যাবার পর দীর্ঘ সময় রুমের বাইরে থেকে দরজা লাগানো ছিল। সন্ধ্যা ৭টার কারখানা কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ির মালিক মিতার খোঁজ নিতে গেলে কক্ষের মেঝেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। 

পরে বাসন থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি মাওনা চৌরাস্তায় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি