ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

যে গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় (ভিডিও)

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ৭ মার্চ ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সবচেয়ে বড় গ্রাম খোকশাবাড়ী। বসবাস প্রায় ১৫ হাজার মানুষের। অথচ নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। শিশুদের পড়াশোনা করতে যেতে হয় দুই কিলোমিটার দূরে।

সকাল ১০টায় স্কুল। দেড় ঘন্টা আগেই এতিম দুই নাতী আকাশ ও সিয়ামকে স্কুলে যাবার জন্য প্রস্তুত করছেন বৃদ্ধা উজালা খাতুন। হেঁটেই যেতে হবে দুই কিলোমিটার দূরের চৌহালীর উপজেলার এনায়েতপুরের স্কুলে। 

শাহাজাদপুর উপজেলার সবচেয়ে বড় গ্রাম খোকশাবাড়িতে প্রাথমিক বিদ্যালয় না থাকায় এই দুর্ভোগ।

গ্রামের অন্তত ৬ শতাধিক ছাত্রছাত্রী অন্যান্য এলাকার স্কুলে পাঠদান করায় সেখানেও হয় আসন সংকট।

শিশু শিক্ষার্থীরা জানায়, গ্রামে স্কুল নেই তাই অনেক দূরে লেখাপড়া করতে যেতে হয়। হেঁটে যাওয়া-আসায় অনেক কষ্ট হয়।
  
গ্রামটিতে দ্রুত প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবি এলাকাবাসীর। 

গ্রামবাসীরা বলেন, “গ্রামের ছেলেমেয়েরা দুই কিলোমিটার দূরে যেয়ে লেখাপড়া করে। তাই এখানে একটি প্রাথমিক বিদ্যালয় খুবই দরকার।”

খোকশাবাড়ির ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, “শাহাদাতপুরের মধ্যে সর্ববৃহত্তম গ্রাম কিন্তু আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার খুবই অসুবিধা।”

কেউ জমি দিলে স্কুল নির্মাণের কথা জানালেন এই কর্মকর্তা। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১ হাজার বিদ্যালয় স্থাপন প্রকল্প আছে। যদি জায়গা পাই, কোন দানশীল ব্যক্তি বিদ্যালয়ের নামে জায়গা দেন তাহলে বিদ্যালয়ে প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাত্তক সহযোগিতা করবো।”

খোকশাবাড়িতে একটি প্রাথমিক স্কুল নির্মিত হলে শিশুদের পাঠদান নির্বিগ্ন হবে বলছেন স্থানীয়রা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি