ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টাঙ্গাইলে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭তম জন্মতিথি উপলক্ষে টাঙ্গাইলে ১১ মার্চ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রামকৃষ্ণ সেবাশ্রম, উত্তর রোয়াইল আশ্রম প্রাঙ্গণে ১২ জন বিধবা মায়ের নিকট মাসিক সেবা ভাতার নগদ অর্থ প্রদান, ১৫ জন স্কুল শিক্ষার্থীকে মাসিক বিবেকানন্দ বৃত্তি প্রদান ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ‘শ্রীরামকৃষ্ণের ভাবনায় নারী-ভক্তি’ শীর্ষক এক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দ। প্রধান বক্তা হিসেবে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মিলটন কুমার দেব। তিনি তার বক্তব্যে রামকৃষ্ণ পরমহংসকে উনিশ শতকের বাংলার একজন রেনেসাঁ মানব হিসেবে তুলে ধরেন। 

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আফসানা আহমেদ বলেন, “শ্রীরামকৃষ্ণ আমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে আত্মায় নারী বা পুরুষ কোন ভেদ নেই। বর্তমান বিশ্বে নারীর প্রতি সহিংসতা রোধে রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ ভাবান্দোলন সর্বত্র ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে বক্তাগণ সহমত হন।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সমাগত ও ভক্তমন্ডলীর মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি