ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

ফেসবুকে মন্তব্য নিয়ে দ্বন্দ্ব, ছুরিতে প্রাণ গেল তিনজনের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২০, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৫:২৫, ১৩ মার্চ ২০২২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়াতে ছুরিকাঘাতে একই পরিবারের দু’জনসহ তিন যুবকে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়। স্বজনদের দাবি, টিকটকে হাহা রিঅ্যাক্ট দেওয়ার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড। 

বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
গাজীপুরের কাপাসিয়াতে দোকানের কর্মচারী নাইম নিয়মিত টিকটক বানাতেন। স্বজনদের অভিযোগ, সম্প্রতি তার টিকটক পেইজে হাহা রিঅ্যাক্ট দেয় পার্শ্ববর্তী এলাকার এক নারী। এ ঘটনার জেরে নাইমের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই নারী ও তার স্বামীর। 

মুঠোফোনে নাইমকে হুমকিও দেয় তারা।

শনিবার মধ্যরাতে কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় ধর্মীয় মাহফিল থেকে ফেরার পথে আচমকা নাঈমের উপর আক্রমণ করে দশ-বারজনের একটি দল। নাঈমকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। পরে তার চিৎকার-চেঁচামেচিতে রবিন ও ফারুক এগিয়ে এলে তাদেরও এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মুমূর্ষ অবস্থায় রবিনকে রেফার্ড করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
 
কমেন্টের জের ধরেই এমন হত্যাকাণ্ড জানিয়ে পুলিশ বলছে, মামলা দায়েরসহ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এই ঘটনায় আহত আরও ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি