ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চার কিলোমিটার সড়কে দুর্ভোগের অন্ত নেই (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ১৪ মার্চ ২০২২

নরসিংদীর মনোহরদীতে লাখপুর-শিমুলিয়া আঞ্চলিক সড়কের পাতিরদিয়া-দশদোনা অংশের বেহাল দশা। সংস্কার না হওয়ায় খানাখন্দে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কের এই অংশটি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 

প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক দিয়ে যাতায়াত করে শিবপুর ও মনোহরদী উপজেলার চার ইউনিয়নের বাসিন্দা। হাতিরদিয়া বাজার, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে সড়কটি গুরুত্বপূর্ণ।

সড়কটির বেশিরভাগ অংশে ওঠে গেছে পিচ, তৈরি হয়েছে খানাখন্দ, ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের।

গাড়িচালকরা জানান, “হাতিরদিয়া বাজার পর্যন্ত খুবই খারাপ অবস্থা। ঠিকমত গাড়ি চালাতে পারি না। গাড়ি নষ্টসহ যাত্রীদের অনেক ভোগান্তি-হয়রানি পোহাতে হয়।”

এলাকাবাসী জানান, “চলতে-ফিরতে অনেক কষ্ট হয়। এই রাস্তাটি যাতে অতি তাড়াতাড়ি করে দিলে আমাদের জন্য খুবই ভাল হয়।”
 
আশার কথা শুনিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বলছে, নেয়া হচ্ছে সংস্কারের পরিকল্পনা।

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, “রাস্তার দু’পাশেই বাজার-মার্কেট এবং এখানে কোন ড্রেনেজ সিস্টেম নেই। আমরা ড্রেনেজ সিস্টেমটা অনুন্নত করার পর রাস্তাটি সংস্কার করে দিব।”

দ্রুত সড়কটি চলাচল উপযোগী করার দাবি ভুক্তভোগীদের।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি