ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পটুয়াখালীতে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বিএনপি-জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরা‌জ্য ও অপতৎপরতার বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। 

সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের পৌর সভাপতি সোহানা হোসেন মিকি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতার চেষ্টা করলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

পরে জেলা মহিলা আওয়ামী লীগের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে শেষ হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি