ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

৩ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ১৬ মার্চ ২০২২

টানা তিনদিনের ছুটিতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। তবে বন্ধ থাকা দিনগুলোতে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এর মধ্যে ব্যবসায়িরা দুদিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঝখানে একদিন শুক্রবারের সাপ্তাহিক বন্ধ। 

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার ও পবিত্র শবে বরাত উপলক্ষে ১৯ মার্চ শনিবার বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। 

ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করেছেন তারা। 

২০ মার্চ রোববার থেকে পুনরায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি