ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ২৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং ও মিনারেলজি এন্ড মেটালার্জি চত্বরে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে এই মেলার আয়োজন করে।

এবার মেলায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন ক্ষুদে বিজ্ঞানী অংশ নিয়েছে। তাদের জন্য ৭৫টি গবেষণা কেন্দ্র থাকবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি