ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভারত থেকে রেলে ১৪শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ২৯ মার্চ ২০২২

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ৪২টি রেলওয়াগনে ১৪শ’ ১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় এ পেঁয়াজ দর্শনা বন্দর দিয়ে দেশে আসে। 

পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট ফিজা এন্টারপ্রাইজের মোহাম্মদ রায়হান জানান, আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ অ্যান্ড ব্রাদার্স এ পেঁয়াজ আমদানি করেছে। প্রতি টন পেঁয়াজের ইনভয়েস মূল্য ৩শ’ ১০ ইউএস ডলার।

দর্শনা রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, আমদানি করা পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় বুকিং নিয়েছে আমদানিকারক।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ বন্দর দিয়ে আরও বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি