ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ভোলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ১ এপ্রিল ২০২২

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ ইয়ামিন (২০) না‌মে এক মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছে। শক্রবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপ‌জেলার বিশ্বরোডের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। ‌

নিহত ইয়ামিন দৌলতখান উপ‌জেলার বাংলাবাজার সংলগ্ন জয়নগর ইউনিয়নের মোগল কমান্ডার বাড়ির মোঃ মিজানুর রহমানের ছে‌লে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিক ইয়ামিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ভোলা সদরের ভেদুরিয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা হন। পথে বিশ্বরোড মাদ্রাসা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা ইয়ামিনকে উদ্ধার ক‌রে ‌ভোলা সদর হাসপাতা‌লে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি