ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

বাঁধ ভেঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, উদ্বিগ্ন কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২ এপ্রিল ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নজরখালী ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে পাহাড়ি ঢলের পানির ঢুকছে টাঙ্গুয়ার হাওরে।

শনিবার দুপুরে পাটলাই নদীর পানির চাপে বাঁধ ভেঙ্গে গিয়ে হাওরে পানি ঢুকতে শুরু করে।

এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বোরো চাষীরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীর জানান, টাঙ্গুয়ার হাওরে ১২০ হেক্টর বোরো জমিতে চলতি মৌসুমে ধান আবাদ হয়েছে। বাঁধ ভেঙ্গে ইতোমধ্যে ২৫ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি