ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নোয়াখালীতে শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৮:৪৫, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে অপহরণের ১০দিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় শিশুটির চাচাত ভাই শাহাদাত হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহাদাত শিশুটিকে অপহরণের পর ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি করে লাশ গুমের জন্য টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতর ফেলে দেয় বলে পুলিশের ভাষ্য। 

রোববার দুপুরে জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৪ মার্চ (বৃহস্পতিবার) দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরদিন চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। এরপর পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। ঘটনার তদন্ত করতে গিয়ে শাহাদাতের আচারণ সন্দেহজনক হওয়ায় তাকে নজরদারিতে রাখে পুলিশ। পরে শাহাদাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

“সে জানিয়েছে, গত ২৪ তারিখ দুপুরে শিশুটিকে তাদের উঠান থেকে ডেকে নিজের ঘরে নিয়ে গিয়ে হাত-মুখ চেপে ধরে একাধিকবার ধর্ষণ করে। পরে তার মুখ ও গলা চেপে ধরে হত্যা করে। এক পর্যায়ে পলিথিন মুড়িয়ে বস্তাবন্দি করে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়। শনিবার রাতে তার তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।”

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আসামিকে রোববার আদালতে নেয়া হলে ১৬৪ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি