ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পাবলিক টয়লেট থেকে ওএমএসের চাল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪০, ৫ এপ্রিল ২০২২

গাজীপুরে পাবলিক টয়লেট থেকে হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ৩০ টাকা কেজি দরের ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে কালিয়াকৈরের পূর্ব চান্দরা রেললাইন রমেশের টেক এলাকার পৌরসভার ৮নং ওয়ার্ডের টয়লেট থেকে ওই চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।

৩০ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারি গোডাউন থেকে উত্তোলনকৃত চাল বেশি দামে স্থানীয় ডিলার একজন দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত জব্দ চাল খাদ্য উন্নয়ন কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া দেয় উপজেলা প্রশাসন। 

এলাকাবাসী জানান, ওই এলাকায় দরিদ্র মানুষের মাঝে চাল বিক্রি করে আসছিল মাহফুজ এন্টারপ্রাইজ নামে এক ডিলার। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারি বরাদ্দকৃত ৩০ টাকা কেজি দরে চাল লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে খাদ্য উন্নয়ন কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে।

এ ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি