ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হলেন ৭১ ডায়রিয়া রোগী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ৭ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি অনুকূলে থাকলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭১ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বর্তমানে সদর হসাপতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রয়েছে ১০৬ জন। বুধবার ছিল ১১৭ জন। 

তবে আসন সংকটের কারণে অধিকাংশ রোগীকে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ রোগীর স্বজনরা দুর্ভোগে পড়েছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘন্টায় কিছুটা উন্নতি হয়েছে ডায়রিয়া পরিস্থিতির। 

এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ। এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। 

আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সিভিল সার্জন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি