ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

গাজীপুরে তলিয়ে গেছে ধানক্ষেত, কৃষক দুশ্চিন্তায়

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫৪, ১৬ এপ্রিল ২০২২

গাজীপুরের কড্ডা ও মকশ বিলের নিচু এলাকার ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। হঠাৎ করেই তুরাগ নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এ দুটি বিলের প্রায় দুই শত হেক্টর নিচু জমির ধানক্ষেত তলিয়ে যায়। 

কালিয়াকৈরের মকশ ও সদরের কড্ডা বিলের নিচু ধানক্ষেত তলিয়ে যাওয়ায় এসব এলাকার কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষক বাধ্য হচ্ছেন কাঁচা ও আধা পাকা ধান কাটতে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, তুরাগ নদীতে হঠাৎ করে জোয়ার আসায় এ দুটি বিলের প্রায় দুই শত হেক্টর ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি