ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নড়াইলে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ৫ জন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২৪ এপ্রিল ২০২২

নড়াইলে ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেফতাররা হলেন- সাঈদ শেখ (২০), আরমান শিকদার (২৮), লিমন মোল্যা (২৬), আপন মোল্যা (২২) এবং রাকিব শেখ (১৪)।

পুলিশ কর্মকর্তা প্রবীর কুমার রায় জানান, কয়েক মাসে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনা তদন্তে গিয়ে দেখা যায়, আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা প্রায়ই যশোর থেকে নড়াইলে যাতায়াত করছে। তারা ভাঙ্গারি মাল কুড়ানোর ফাঁকে সুযোগ বুঝে বিভিন্ন বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে। 

“ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর চারদিনের মধ্যেই শনিবার সকালে যশোর থেকে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।”

প্রবীর কুমার রায় জানান, তাদের কাছ থেকে চুরি করা ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এসব স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। এছাড়া বিভিন্ন দামের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরএমএ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি