ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ২৬ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছেন ৩৬৫ ভূমি ও গৃহহীন পরিবার।

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯টি উপজেলায় উপকারভোগী পরিবারের মাঝে এসব গৃহ হস্তান্তর করেন।

দেশব্যাপী ঘর প্রদান কার্যক্রমের অংশ হিসেবে তাদের এই ঘর দেয়া হয়। 

জেলার ৯ টি উপজেলার মধ্যে সদরে ২৫টি, বিজয়নগরে ৬০টি, সরাইলে ১০টি, নবীনগরে ৬৫টি, নাসিরনগরে ১৫০টি, বাঞ্ছারামপুরে ৪৬টি, আশুগঞ্জে ৫টি, কসবায় ২টি ও আখাউড়ায় ২টি পরিবার পেয়েছেন প্রধানমস্ত্রীর এই উপহার।

এ উপলক্ষ্যে জেলার সবকয়টি উপজেলায় প্রশাসনের উদ্যোগে প্রশাসন কার্যালয় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। 

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক এম,এইচ মাহবুব আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ অনেকে। 

এমএম/
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি