ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সুন্দরবন যাচ্ছেন ডেনমার্কের রাজকুমারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৭ এপ্রিল ২০২২

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা যাচ্ছেন। এ কারণে বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তার সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে।

সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে নির্ধারিত স্থানে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। এরপর যাবেন উপকূলবাসীর সঙ্গে সময় কাটাতে।

তিনি আরও বলেন, “বুধবার দুপুরে খাবেন বরসা রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে।” 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুরুল আমিন বলেন, “বুধবার সুন্দরবনে সর্বত্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সুন্দরবনে সব ধরনের নৌযান ও পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।”

তবে অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় বিটিভি ও পিআইডি ছাড়া অন্য কেউ খবর সংগ্রহ করতে পারবেন না।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি