ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সুন্দরবন সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ড. ফরিদ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪২, ১ মে ২০২২

‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া অনুষ্ঠানের চিত্র

‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া অনুষ্ঠানের চিত্র

‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন সুরক্ষায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশর গর্ব এ বনের ওপর মানব বিধ্বংসী আচরণ থেকে সরে আসতে হবে। তাহলে ছয় হাজার বর্গ কিলোমিটারের এই বনকে রক্ষা করা সম্ভব হবে। এতে আমাদের পরিবেশ ও প্রতিবেশ ভাল থাকবে, যার সুফল ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করতে পারবে। 

রোববার (১ মে) মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে এ সময় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। 

এ সময় পরিবেশবিদ ড. ফরিদ আরও বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ বণ্যপ্রাণী নিধন ঠেকাতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি