ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ৬ মে ২০২২ | আপডেট: ১১:৩০, ৬ মে ২০২২

প্রিয়জনের সঙ্গে ঈদ পালন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। দৌলতদিয়া ঘাটে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে ঘাটে কোন দুর্ভোগ নেই। ফেরি পারের অপেক্ষায় ভোগান্তিও নেই। নেই যানবাহনের অতিরিক্ত চাপ। ফলে যাত্রীবাহী যানবাহনগুলোর ফেরি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

শুক্রবার (৬ মে) সকাল থেকে ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ তেমন না থাকলেও ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। 

এছাড়া লঞ্চেও পদ্মা পাড়ি দিচ্ছেন কর্মস্থলমুখীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি ও ২১টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি জানায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি রয়েছে। ফলে ঘাটে কোন যানবাহন নেই পারের অপেক্ষায়। মানুষ দুর্ভোগ ছাড়াই কর্মস্থলে ফিরতে পারবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি