ঢাকা, মঙ্গলবার   ২৬ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বাড়লেও গতি স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ৭ মে ২০২২

ঈদ ফেরত মানুষের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। চাপ বাড়লেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে।
  
শনিবার সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ঈদশেষে ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে ফিরছে মানুষ। 

মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় চলতে দেখা গেছে।

মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে যানজট নিরসনে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮১০ সদস্য মোতায়েন করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি