ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

মোংলায় প্রস্তুত ১০৩টি আশ্রয়কেন্দ্র

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৪, ১০ মে ২০২২ | আপডেট: ১৫:৪৫, ১০ মে ২০২২

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত বলবৎ রয়েছে। এরমধ্যেও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি খারাপ হলে করণীয় সকল প্রস্তুতিও নিয়ে রেখেছে উপজেলা প্রশাসন, বন্দর ও পৌর কর্তৃপক্ষসহ বনবিভাগ।

মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর আগে ভোর থেকে আকাশে কখনও রোদ আবার মেঘাচ্ছন্ন দেখা গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয় কেন্দ্র ও পর্যাপ্ত শুকনা খাবার। 

এদিকে, অশনির প্রভাবে সোমবার পশুর নদীতে জোয়ারের পানি না বাড়লেও আজ স্বাভাবিকের তুলনায় বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি