ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অটোরিকশা-পাজারোর মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির অপর ৪ যাত্রী। 

বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।  

নিহত বৃদ্ধা কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণপাড়া এলাকার বুতিজা বেগম বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রামমুখী একটি পাজেরো গাড়ির সংঘর্ষ হয়। এ সময় আহত অটোরিকশার যাত্রীদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা যাত্রীকে মৃত ঘোষণা করেন। 

অন্য আহতদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি