ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

জয়পুরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩২, ১৩ মে ২০২২

জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার শ্রীপুর গ্রামেল ফসলি মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম হৃদয় হাসান (১৪)। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। হৃদয় স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই হৃদয় হাসানদের বোরো ধানক্ষেত। বৃষ্টির সময় বোরো খেতে হাঁস-মুরগি গিয়ে ধানখেত নষ্ট করতে পারে এমন আশঙ্কায় দাদা মনসুর আলী নাতি হৃদয় হাসানকে সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্য নেট দিয়ে বোরো ক্ষেত ঘেরাও করতে যায়। বোরো ধান ক্ষেতের একপাশে হৃদয় হাসান অন্য পাশে তার দাদা ঘেরাও করার কাজ করছিল। এসময় বজ্রপাতে হৃদয় হাসান গুরুত্বর আহত হয়। স্বজনেরা তাকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা হৃদয় হাসানকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, দাদা-নাতি বৃষ্টির সময় জমিতে কাজ করতে যায়। এসময় বজ্রপাতে হৃদয় হাসানের মৃত্যু হয়।
কেআই//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি