ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচলে ধীর গতি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ১৫ মে ২০২২

বৈরী বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিগুলো চলছে ধীর গতিতে। এতে এ নৌরুট পারপার হতে দ্বিগুণের বেশি সময় লাগছে। ফলে যানজটে আটকে আছে শত শত যানবাহন।

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ভারী যানবাহন নিয়ে ফেরি পারাপার বন্ধ থাকায় ওই নৌরুটের যানবাহনগুলো দৌলতদিয়া নৌরুট হয়ে পারাপার হচ্ছে। এ কারণে এই রুটে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।

ঘণ্টার পর ঘণ্টা ফেরির নাগাল না পেয়ে দুর্ভোগে আছেন যানবাহন চালক ও যাত্রীরা। 

রোববার সকালে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ ও গোয়ালন্দমোড় মহাসড়ক এলাকায় ৬ কিলোমিটার জুড়ে যানজট দেখা যায়। এর মধ্যে বেশি পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী বাতাসের কারণে ফেরিগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে। ফলে ঘাটে পৌঁছাতে সময় লাগছে বেশি। 

আজ এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি