ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সুপেয় পানি পেয়ে স্বস্তিতে বাগেরহাটের উপকূলবাসী (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ১৬ মে ২০২২

শুষ্ক মৌসুমে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে সুপেয় পানি পেয়ে কিছুটা স্বস্তিতে বাগেরহাটের উপকূলবাসী। তবে স্থায়ীভাবে সুপেয় পানির সমাধান চান তারা। 

প্রচণ্ড তাপদাহে পানির উৎস পুকুর, দীঘি, খাল শুকিয়ে যাওয়ায় বাগেরহাটের উপকূলে শুষ্ক মৌসুমে শুধু খাবার পানিই নয়, রান্নার পানিরও সংকট দেখা দেয়। 

তাই দীর্ঘ সারি সুপেয় পানি পাওয়ার আশায়। শরণখোলার পশ্চিম ধানসাগরে শত শত নারী-পুরুষ মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সুপেয় পানি সংগ্রহ করেন। 

প্ল্যান্টটি থেকে প্রতি ঘণ্টায় ৭শ’ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করছে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর। 

শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকটের স্থায়ী সমাধান চান এলাকাবাসী। 

এলাকাবাসীরা জানান, “এখানে একটা সাপ্লাইর দরকার। সাপ্লাইর পানি না পেলে বাঁচব না এবং পানি রাখার জন্য একটা ট্যাঙ্কি হলে ভাল হতো।”

সংকট সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস জনস্বাস্থ্য অধিদপ্তরের।

বাগেরহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকেীশলী জয়ন্ত মল্লিক বলেন, “পুকুর পুনঃখননের মাধ্যমে সুপেয় পানির সংকট নিরসনের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছি।”

এলাকায় সুপেয় পানির চাহিদা থাকা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে, জানান এই কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি