ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

নড়াইলে দোকানিকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ৩১ মে ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের কাঁচামাল দোকানি নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (৩০ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিজাম শেখ ওই গ্রামের পেতা শেখের ছেলে এবং বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। 

তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকাণ্ডের জের ধরে তেলকাড়া গ্রামে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। 

ঘটনার রাতে নিজাম শেখ তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহ। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি