ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ব্যবসায়ীর গুদাম থেকে প্রণোদনার ৭৬০ বস্তা চাল উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ২ জুন ২০২২

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক চালের আড়তের গুদাম থেকে ৭৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময়ে চাল ব্যবসায়ীর ভাই মোঃ মিজানকে (৩৫) আটক করা হয়।

বুধবার (১ জুন) রাত ২টার দিকে উপজেলা শহরের কাউন্টার রোড এলাকার হাওলাদার ট্রেডার্সের গুদাম থেকে সরকারি চাল উদ্ধার করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলা প্রশাসনের একটি দল তজুমদ্দিন বাজারের চাল ব্যবসায়ী মোঃ নুরুন্নবীর প্রতিষ্ঠান হাওলাদার ট্রেডার্সে অভিযান চালায়। এসময় ওই ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি প্রণোদনার ৭৬০ বস্তা চাল জব্দ করা হয়।

পরে উদ্ধার হওয়া চাল ও আটককৃতদেরকে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি