ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

১৭ মামলার আসামি কবির ডাকাত গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ৪ জুন ২০২২

বাগেরহাটে ১৭ মামলার আসামি কবির বয়াতী (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুন) মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
এছাড়াও কবিরের বিরুদ্ধে ৩টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলেন।গ্রেফতার কবির বয়াতী মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি ভাষান্ডা এলাকার আব্দুস ছত্তার বয়াতীর ছেলে।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, লখপুর এলাকায় অবসরপ্রাপ্ত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনায় কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও তথ্যের জন্য আদালতে কবিরের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (৩১ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। 

ডাকাতরা ওই বাড়িতে প্রবেশ করে মোরেলগঞ্জ ও বরিশালের ভাষায় কথা বলেছিলেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি