ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত হাবিবুরের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ৬ জুন ২০২২

নানা বাড়ির মসজিদের মাঠে হাবিবুরের জানাজা

নানা বাড়ির মসজিদের মাঠে হাবিবুরের জানাজা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান (২৫)র দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে নানা বাড়িতে তাকে দাফন করা হয়।

তার আগে সকাল ৯টায় নানা বাড়ির মসজিদের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় গ্রামের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে ওই মসজিদের পাশের কবরস্থানে তাকে শায়িত করা হয়।

এর আগে রোববার (৫ জুন) দুপুর ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হাবিবুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তার মামা মো. আলমগীর। তিনি আরও জানান, হস্তান্তরের পরপরই হাবিবুরের গোসল শেষ করে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেই। ভোলায় এসে পৌঁছাই রাত ২টা ১০ মিনিটে।

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিতে ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। ওই রাতেই ভয়াবহ বিস্ফোরণে অন্য সবার সঙ্গে প্রাণ হারান হাবিবুর।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি