ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

গাছ চাপায় দিন মজুরের মুত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশিত : ১১:০০, ৬ জুন ২০২২

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাছ চাপায় মো. নুরুল ইসলাম হাওলাদার (৫৭) নামের একব দিন মজুরের মৃত্যু হয়েছে। 

রোববার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে ই্কড়ি ইউনিয়নের উত্তর ইকড়ি গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একই এলাকার গাছের বেপারি সোহেল মোল্লার সাথে প্রতিদিনের মতো দৈনিক হাজিরা চুক্তিতে পার্শ্ববর্তী এক বাড়িতে চাম্বল গাছ কাটতে যান। গাছের উপরের একটি মোটা ডালের দুই-তৃতীয়াংশ কাটার পরে সেটি দড়ি দিয়ে নামাতে গেলে ওই ডাল ভেঙ্গে চাপা পড়ে ঘটনা স্থলে মারা যান নুরুল ইসলাম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ কামাল হোসেন মুফতি জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি