ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ৯ জুন ২০২২

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ আরিফ ওরফে মৌলভী আরিফ (৩৬) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত মৌলভী আরিফ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।

কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান,  ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মোহাম্মদ আরিফসহ আরও একজন। পরবর্তীতে পুলিশ এ মামলাটি তদন্ত করে।

তিনি আরও জানান, সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশীট থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামিকে। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি