ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

বাড়ির কলাপসিবল গেটে বিদ্যুতায়িত হয়ে ৩ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ৯ জুন ২০২২

নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। বাড়ির কলাপসিবল গেটে বিদ্যুতায়িত হয়ে তারা মারা যান।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন মনিরানী ঘোষ, বাসন্তি রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। সম্পর্কে তারা একে অপরের জা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেটে বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।’

১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা নাজমুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে রয়েছে বলে জানান তিনি। 

সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি