ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সমুদ্রে ইলিশ আহরণ: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৩ জুন ২০২২

পিরোজপুর জেলার বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়ে সমুদ্র থেকে ৮০০ কেজি ইলিশ মাছ আহরণ করার অপরাধে ট্রলার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর বারী এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে রোববার দিবাগত রাত ২টায় এই অভিযান পরিচালিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ৬৫ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকাবস্থায় এমভি জান্নাতী ট্রলারের মালিক ও জেলেরা সাগর থেকে ইলিশ আহরণ করে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি