ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৮, ১৫ জুন ২০২২

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অ্যাপারেল প্লাস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে ফেব্রিক্স, মেশিন সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অ্যাপারেল প্লাস নামের  ওই কারখানার ৭তলা ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুনের খবরে সকল শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসে। 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি