ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষ: ১ জন নিহত, আহত ৪

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯, ১৫ জুন ২০২২

ফেনী-সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ব্লাষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজি চালক নুরুজ্জামান সহ ৫ জন গুরুত্বর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এসময় আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সিএনজি চালক নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট এলাকার আবুল কালামের ছেলে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি