ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

মাদারীপুরে ৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ১৫ জুন ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মাদারীপুরের রাজৈর ও কালকিনি উপজেলায় ৬ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে ইভিএম পদ্ধতিতে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৩ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন আছেন। এছাড়া ৫ প্লাটুন বিজিবি, পুলিশের ৬টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৬টি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন এবং প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার বাহিনীর সদস্য মোতায়েন আছে। 

এবারে মাদারীপুর রাজৈর ও কালকিনি উপজেলায় ৬টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৭৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দুই উপজেলায় ৬টি ইউনিয়নে ৮৪ হাজার ৭শ’ ৬ জন ভোটার ৫৭টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট প্রদান করবেন। যার ভেতরে নারী ভোটার ৪০ হাজার ১শ’ ১৬ জন ও পুরুষ ভোটার ৪৪ হাজার ৫শ’ ৮৯ জন এবং ১ জন হিজড়া ভোটার রয়েছেন। সীমানা জটিলতায় এই সময়ে নির্বাচন হচ্ছে ৬ ইউনিয়নে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি