ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সজল হত্যায় জড়িত প্রধান আসামিসহ ৭ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ২১ জুন ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে আধিপত্য ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে   কিশোর সজল হত্যায় জড়িত প্রধান আসামিসহ সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। এর আগে সোমবার রাতে ঢাকার দোহার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন জয়নাল ওরফে পঁচা জয়নাল, শাকিল, দারোয়ান বাবু, সোহেল, শাহাদাত, মাসুদ ও সিফাত।

র‌্যাব অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৭ জুন রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে টানা সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কিশোর সজলের মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তাদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি