ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর কোন এক সময় কুমিল্লার লাকসাম থেকে ছেড়ে আসা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই অজ্ঞাত ব্যক্তি। 

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি