ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যমুনায় তৃতীয় দফায় বাড়ছে পানি, চিন্তায় তীরের মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ৩০ জুন ২০২২

চলতি বছর সিরাজগঞ্জের যমুনা নদীতে তৃতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২০ সেন্টিমিটার এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের বন্যায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে জেলার ৬টি উপজেলার ৩৮টি ইউনিয়নের শতশত গ্রামের হাজার হাজার মানুষ বন্যাকবলিত হয়। পানি নেমে যাওয়ায় আশায় বুক বেঁধেছিলেন তারা। 

কিন্তু নতুন করে আবারও পানি বাড়তে থাকায় কপালে চিন্তার ভাজ পড়েছে নদী বিধৌত এলাকার লোকজনদের।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে যমুনায় আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এ পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। 

তবে এই অঞ্চলে ভয়াবহ বন্যার আশংকা নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি