ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ৩০ জুন ২০২২

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘে্যর মৃত একটি ইরাবতী ডলফিন। 

বৃহস্পতিবার সকাল ৯টায় ঝাউবন এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। পরে বন বিভাগ এটি বালু চাপা দেয়। 

ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, সকালে সৈকতে নেমে ডলফিনটি দেখতে পেয়ে কমিটির অন্যান্য সদস্যদের জানানো হয়। ৬ ফুট লম্বা ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে মারা গিয়েছে। এর উপরিভাগের চামড়া উঠে গেছে এবং কান ও লেজের অংশ ইতিমধ্যে খসে পড়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার পর তাদের সদস্যরা বন বিভাগের সহায়তায় ডলফিনটিকে সৈকতের অপেক্ষাকৃত উঁচু স্থানে বালু চাপা দিয়েছেন। তবে এটি কি কারণে মারা গিয়েছে বিষয়টি স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। 

এ নিয়ে চলতি বছর ১৩টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অর্ধগলিত হওয়ার কারণে ডলফিনটি দ্রুত সৈকতে বালু চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি