ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য ১৪ কলেজছাত্র প্রাণে রক্ষা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১৪ জুলাই ২০২২

নোয়াখালী থেকে কক্সবাজার যাবার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৪ কলেজছাত্র। তারা এই মাইক্রোবাসে করে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।

বুধবার (১৩ জুলাই) রাত ১টার দিকে কমলদহ ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উত্তর পাশে এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. কোহিনুর বলেন, বুধবার রাতে পেট্রেল ডিউটি করার সময় খবর আসে কমলদহ এলাকায় আগুনে জ্বলছে একটি গাড়ি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়াস সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে তারা ঘটনাস্থলে আসার আগেই গাড়ির ৮০ শতাংশ পুড়ে যায়।

তিনি আরও বলেন, নোয়াখালীর চরজব্বর এলাকা থেকে ১৪ জন কলেজছাত্র এই মাইক্রোবাসে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে একটি ট্রাক দাঁড়ান থাকার কারণে ব্রেক করলে সড়কের পাশে উল্টে যায় মাইক্রোবাসটি। পরে এক মিনিটের মধ্যে আগুন ধরে যায় গাড়িটিতে। 

এ ঘটনায় শুধু আশরাফ উদ্দিন নামে এক যাত্রী সামান্য আহত হয়েছেন। এছাড়া সবাই অক্ষত আছেন। এরপর সবাই ওই রাতেই তাদের এলাকায় চলে যান। 

পরে কুমিরা হাইওয়ে পুলিশে ক্ষতিগ্রস্ত গাড়ি তাদের হেফাজতে নিয়ে যায়। 

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে যাওয়ার আগে গাড়ির বেশিরভাই অংশ পুড়ে গেছে। 

গাড়িটি হঠাৎ ব্রেক করার কারণে শটসার্কিট হয়ে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি