ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

কৃষক রাজু হত্যায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ১৪ জুলাই ২০২২

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের কৃষক রাজু শেখ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ কেরামত আলী এ আদেশ দেন। 

নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের সালাম শেখের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ৩০ এপ্রিল রাজুকে কুপিয়ে হত্যা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের তিন ভাই দাউদ শেখ (৬৪), বুলু শেখ (৬০) ও দুল মিয়া শেখ (৫৫), দাউদের ছেলে শামীম শেখ (৪০), দাউদের চাচাতো ভাই নাসিম শেখ (৫০), সেকোন শেখ (৫৭) ও কুট্টি শেখ। 

রায় ঘোষণার সময় পাঁচজন আদালতে উপস্থিত থাকলেও শামীম ও দুল মিয়া শেখ পলাতক রয়েছেন। 

এ মামলার আসামি মোসলেম শেখ মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকালে রাজু শেখ কলাবাড়িয়া হাটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলিয়া নদীর পূর্বপাড়ে কেরামতের দোকানের কাছে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই বছরের ২ মে (২০০৪) নড়াগাতী থানায় আটজনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেয়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি