ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৬ জুলাই ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তাছলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চর আমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাছলিমা বেগম উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ইসমাইলের স্ত্রী। আটককৃত ইসমাইল একই গ্রামের আবুল খায়েরের ছেলে।

এ বিষয়ে চরজব্বর থানার (ওসি) তদন্ত জাকির হোসেন জানান, গত দুদিন আগে স্বামী ইসমাইলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাছলিমা বেগমের ঝগড়া বিবাদ হয়। এর এক পর্যায়ে স্বামী ইসমাইল তার স্ত্রী তাছলিমাকে মারধর করেন। 

এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী তাছলিমা শুক্রবার রাতে সবার অজ্ঞাতে ঘরের পাশে একটি গাছের সঙ্গে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি লোকজন দেখতে পেয়ে চরজব্বর থানার পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় আসে। 

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি