ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

টানা চারবার যশোর জেলার শ্রেষ্ঠ ওসি কামাল হোসেন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১৯ জুলাই ২০২২

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া চার বারের মত যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার জন্য এবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে কামাল হোসেন ভূঁইয়াকে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

সোমবার (১৮ জুলাই) বিকালে যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে কনফারেন্স রুমে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় যশোর পিবিআইর পুলিশ সুপার রেশমা শারমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, “এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ বেনাপোল থানা পুলিশের সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে।”

ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি