ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় জুয়েলারী মালিককে গুলি করে স্বর্ণালঙ্কার লুট

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৪, ২১ জুলাই ২০২২

ভালুকার জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণ ও জুয়েলারী মালিককে গুলি করে অর্ধকোটি টাকার স্বর্ণাঙ্কাকার লুট করে নিয়েছে ডাকাতরা। ওই সময় জুয়েলার্সের মালিক অধীর কর্মকার (৫৫) গুলিবিদ্ধ এবং ডাকাতদের প্রহারে আহত হন এক কর্মচারী। 

বুধবার (২০ জুলাই) রাতে ভালুকা পৌর সদরে গফরগাঁও রোডের প্রদীপ জুয়েলার্সে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই জুয়েলারী মালিককে ভালুকা উপজেলা সরকারি হাসপাতালে থেকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে একটি প্রাইভেট কারে ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ভালুকা-গফরগাঁও রোডে প্রবেশ করে প্রদীপ জুয়েলার্সের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় জুয়েলারী মালিককে গুলি করে দোকানের জিনিসপত্র ভাংচুর করে অর্ধকোটি টাকার স্বর্নালংকার লুটে নিয়ে প্রাইভেটকার যোগে দ্রুত পালিয়ে যায় তারা। 

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জুয়েলারী মালিক ও কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পর রাতেই সার্কেল ইন্সপেক্টর (গফরগাঁও সার্কেল) মাহফুজা আক্তার, ওসি ডিবি (ময়মনসিংহ) শফিকুল ইসলাম, ভালুকা থানার ওসি কামাল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তবে তদন্তের স্বার্থে এই বিষয়ে কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি