ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ২৬ জুলাই ২০২২

নোয়াখালীর চাটখিল ও হাতিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ও সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন, চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের বারইপড়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে মো. শাহজাহান মোল্লা (৪৫) এবং হাতিয়া পৌরসভার গুল্লাখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নিহা আক্তার (৭)। 

নিহত নিহা গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়িতে যাচ্ছিলেন শাহজাহান মোল্লা। পথে তার রিকশাটি মন্ডবি বেপরী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি তার রিকশাটিকে সামনে থেকে চাপা দিলে গাড়ি দুটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে দুই চালকসহ আহত হন শাহজাহান।

পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। 

অপরদিকে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন স্কুলছাত্রী নিহা আক্তার। বিদ্যালয় থেকে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে একটি দ্রুত গতির টমটম গাড়ি তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করেছে। নিহতের মৃতদেহ হাসপাতালে রয়েছে, পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি