ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ট্রেন-মাইক্রো দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ৩০ জুলাই ২০২২ | আপডেট: ১৪:৫১, ৩০ জুলাই ২০২২

ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবারকে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। 

শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল আলম।

ইউএনও বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।’

এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের খোঁজ-খবর নেন।

জানাজা শেষে মিরেরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনকে সমাহিত করা হয়েছে। তাদের জানায় ঢল নামে শোকার্ত মানুষের। একসাথে এতোগুলো প্রাণ ঝরে যাওয়ায় গোটা এলাকা শোকস্তব্ধ। 

উল্লেখ্য, আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে একটি মাইক্রোবাসে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। 

এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি